Mysepik Webdesk: অমিক্রনের জুজু এবার শেয়ার বাজারেও। সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই বড়োসড়ো ধস নামলো। এদিন বেলা ১২টার আগেই সেনসেক্স পড়ল ১৪০০ পয়েন্ট। এদিন বাজার শুরু হয়েছিল ৫৫,৯৮৯.৫৪ পয়েন্ট থেকে। কিন্তু, ১২টার মধ্যেই গ্রাফ এসে পৌঁছল ৫৫,৬৪৫.১২ পয়েন্টে। অন্যদিকে সেনসেক্সের পাশাপাশি নিফটিরও পতন ঘটল। বাজার শুরুর সময় যেখানে পয়েন্ট ছিল ১৬,৮২৪.২৫, তা পড়ে হল ১৬,৫৫২.৭৫। অর্থাৎ কমে গেল ৪৩২.৪৫ পয়েন্ট যা ২.৫৪ শতাংশ।
আরও পড়ুন: ফের LPG গ্যাসে ভর্তুকি চালু করল কেন্দ্র! পাওয়া যাচ্ছে ৭৯ থেকে ২৩৭ টাকা পর্যন্ত
এদিন বাজারে ধসের মুখে পড়েছে মূলত স্মল-ক্যাপগুলি। বিশেষজ্ঞদের মতে, আচমকা এই ধাক্কা আসলে অমিক্রনের আতঙ্কের ফলেই হয়েছে। তাঁদের মতে, গত সপ্তাহ থেকেই টালমাটাল অবস্থায় ছিল শেয়ার বাজার। ফলে, শেয়ার বাজারের এই পতন এককথায় অবশ্যাম্ভাবী ছিল। তার মধ্যেই ধসে পড়ল স্মল ক্যাপ সংস্থাগুলির শেয়ার দর।