সৌরভের সব ধরণের চিকিৎসায় সাহায্যের আশ্বাস অমিত শাহের, উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

Mysepik Webdesk: শুধু ক্রীড়ামণ্ডলেই নয়, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির অসুস্থতায় উদ্বেগ দেখা গেল রাজনৈতিক মহলেও। পারিবারিক সূত্রে খবর, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৈলাস বিজয়বর্গীয়র মাধ্যমে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। পাশাপাশি সব ধরণের চিকিৎসায় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে দিল্লিতে নিয়ে গিয়ে সৌরভের চিকিৎসা করা যেতে পারে। সৌরভের খোঁজ নেওয়ার জন্য অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন ডোনা গাঙ্গুলি।
আরও পড়ুন: আইসিসিইউ থেকে বেড়ে দেওয়া হয়েছে সৌরভকে, বসানো হয়েছে স্টেইন

এদিকে সৌরভের শারীরিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তিনি টুইট করে মহারাজের দ্রুত আরোগ্য কামনা করেছেন। টুইটে তিনি লেখেন, “হৃদরোগে আক্রান্ত হয়েছেন সৌরভ। উডল্যান্ডসের সিইওর থেকে জানতে পেরেছি এই খবর। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করি। তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন।”
আরও পড়ুন: সৌরভের শারীরিক সুস্থতা কামনা করলেন বীরেন্দ্র সেহওয়াগ থেকে বিরাট কোহলি