বাসুদেব বাউলের বাড়িতে দ্বিপ্রাহরিক আহার সারলেন অমিত শাহ

Mysepik Webdesk: হেলিকপ্টারে বোলপুর পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন সকালে নিউটাউনের হোটেল থেকে বিমানবন্দর হয়ে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর বিশ্বভারতীর হেলিপ্যাডে নেমে সেখান থেকে গাড়িতে পৌঁছান রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বিশ্বভারতীতে। আজ পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে অনেকগুলি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তারমধ্যে অমিত শাহ সফরের পূর্বে বোলপুরে স্বচ্ছ অভিযানে অংশ নিয়েছিলেন রাজ্য বিজেপির কর্মীরা। ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে সাফাই অভিযানে অংশ নেন তাঁরা। অমিত শাহ আসার পর বিশ্বভারতীর কর্মসূচি সমাপ্ত করে তিনি যান বাসুদেব বাউলের বাড়িতে। উল্লেখ্য যে, এই বাসুদেব বাউল থাকেন রতনপল্লিতে। সেখানে পৌঁছে তিনি শিবমন্দিরে পুজো দেন। বাসুদেব বাউলের গানও শোনেন। সেখানেই তিনি মধ্যাহ্নভোজন সারেন। মেনুতে ছিল ভাত, মুগডাল, পালংশাক, বেগুনভাজা, পটলভাজা, আলুপোস্ত, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা এবং নলেন গুড়ের পায়েস।
আরও পড়ুন: দু’সপ্তাহের মধ্যেই এক কোটি মানুষের দুয়ারে সরকার, টুইট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
তবে একইসঙ্গে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের এই সফরের বিরোধিতায় বোলপুরের সোনাঝুরিতে অন্য বাউলরা প্রতিবাদও জানিয়েছেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। গতকাল অবশ্য একটি কাটআউটকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক। কারণ, সেই কাটআউটে অমিত শাহের ছবির নিচে ছিল রবীন্দ্রনাথের ছবি, যা দেখে বিভিন্ন মহল থেকে ক্ষোভ তৈরি হয়েছিল। যদিও সিঁদুরে মেঘ দেখে চটজলদি সরিয়ে ফেলা হয় সেই বিতর্কিত কাটআউট।