অভিষেকের দায়ের করা মামলায় অমিত শাহকে আদালতে হাজিরার নির্দেশ

Mysepik Webdesk: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কয়েকটি অপ্রীতিকর মন্তব্যের জন্য বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালতে মামলা দায়ের করেছিলেন। এবার সেই মামলার ভিত্তিতে অমিত শাহকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠাল আদালত। জানা গিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি অমিত শাহকে ওই আদালতে হাজিরা দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অমিত শাহের ওই মন্তব্যে তাঁর সম্মানহানি হয়েছে। সেই কারণেই তিনি অমিত শাহের বিরুদ্ধে মানহানির মামলা করেন। অভিষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কলকাতায় বিজেপির সদর দফতরে অমিত শাহের নামে আদালতের সমন গিয়েছে।
আরও পড়ুন: বঙ্গে ভোট: আগামীকাল রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ঘটনার সূত্রপাত ২০১৮ সালের ২৮ আগস্ট। ওই দিন কলকাতার মেয়ো রোডের ওপর বিজেপির একটি জনসভায় অভিষেকের বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য করে বসেন অমিত শাহ। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্থ বলে দাবি করেন। অমিত শাহের সেই বন্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কোনও প্রমাণ ছাড়া তাঁর বিরুদ্ধে এই ধরণের মন্তব্য করার অর্থ তাঁর মানহানি করা। এর জন্য শাহের কাছে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছিলেন তিনি। সেই মামলার শুনানিতেই এদিন বিধাননগরের বিধায়ক-সাংসদদের জন্য বিশেষ এমপি-এমএলএ আদালত অমিত শাহকে সমন পাঠায়।