দু’দিনের বাংলা সফরে এসে দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ

Mysepik Webdesk: ২০২১ সালের ভোটকে পাখির চোখ করে দু’দিনের জন্য বাংলা সফরে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার হেলিকপ্টারে করে বাঁকুড়া পৌঁছান তিনি। সেখানে প্রথমেই বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন। বাঁকুড়া থেকে ফিরে শুক্রবার তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছলেন। তার সঙ্গে ছিলেন বিজেপির মহিলার মোর্চারা। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পালও। এদিন সেই কারণে দক্ষিণেশ্বরের মন্দির কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঢেকে ফেলা হয়।
আরও পড়ুন: বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, সিদ্ধান্ত রাজ্য-রেল বৈঠকে
এদিন মন্দিরে পুজো দেওয়ার পর তিনি রাজ্যের একাধিক বিজেপি সংসদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এরপর নিউটাউনে এক বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন তিনি। দলীয় কর্মী ছাড়া বেশ কয়েকজন বিশিষ্টদের সঙ্গে দেখা করবেন তিনি।
আরও পড়ুন: গোটা নভেম্বর মাস ধরে রাজ্যে নিষিদ্ধ বাজি পোড়ানো: হাইকোর্ট