দু’দিনের সফরে বঙ্গে অমিত শাহ, সভা করবেন মেদিনীপুরে

Mysepik Webdesk: শুক্রবার গভীর রাতে কলকাতা পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত সাড়ে ১১টা নাগাদ কলকাতায় তাঁর পৌঁছানোর কথা থাকলেও বিমানের দেরি হওয়ার কারণে তিনি রাত দেড়টা নাগাদ কলকাতায় পৌঁছান। সেই সময়ে তাঁকে কলকাতায় স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন বহু কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীও। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান নিউটাউনের একটি হোটেলে। শনিবার এবং রবিবার এই দু’দিন পশ্চিমবঙ্গে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। বাংলায় সফর করার আগে তিনি বাংলায় একটি টুইট করে তাঁর রামকৃষ্ণ মিশন দর্শন এবং স্বামী বিবেকানন্দর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কথা জানান। তিনি লেখেন, “রামকৃষ্ণ মিশনে কিছু সময় কাটানো এবং স্বামী বিবেকানন্দজীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সৌভাগ্য হলো। তিনি ভারতমাতার এক মহান পুত্র, যিনি নিজেকে জাতির পুনরুত্থানে উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ ভারতবর্ষকে নতুন প্রজ্ঞালোকে আলোকিত করেছে, যা এখনও আমাদের অনুপ্রাণিত করে।”
আরও পড়ুন: প্রস্তুতি প্রায় শেষের মুখে, কল্যাণীর এইমসএ আগামী বছরেই শুরু হবে রোগী পরিষেবা
শনিবার সকালে নিউটাউনের হোটেলে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি, এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। তারপর তিনি সকাল সওয়া ১০টা নাগাদ স্বামী বিবেকানন্দের উত্তর কলকাতার জন্মভিটেতে যাবেন। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করার পর তিনি সোজা চলে যাবেন কলকাতা বিমানবন্দরে। সেখানে বায়ুসেনার হেলিকপ্টারে ছোড়ে রওনা দেবেন মেদিনীপুরের উদ্দেশ্যে। বালিজুড়িতে দুপুরে এক কৃষকের বাড়িতে খাওয়া-দাওয়া সেরে তিনি মেদিনীপুর কলেজিয়েট ময়দানে দুপুর আড়াইটের সময় পৌঁছাবেন। ওই ময়দানেই জনসভা করবেন তিনি। ওই জনসভাতেই শুভেন্দু অধিকারী-সহ শাসকদলের একাধিক বিধায়ক ও নেতা গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন।