বিদায় বেলায় সৌমিত্রকে স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন অমিতাভের

Mysepik Webdesk: প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দেশ-বিদেশ থেকে এসেছে শোকবার্তা। প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই টুইট করে অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন। তবে একটু দেরিতে হলেও রবিবার গভীর রাতে টুইট বার্তায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে টুইট বার্তায় শেষ শ্রদ্ধা জানালেন ভারতীয় চলচ্চিত্রের শাহেনশা অমিতাভ বচ্চন। টুইট করে তিনি জানান, “সৌমিত্র চট্টোপাধ্যায়… একজন আইকনিক লেজেন্ড… ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ধারক.. আজ চলে গেলেন… একজন শুদ্ধ মনের মানুষ, ওঁনার প্রতিভা অবিস্মরণীয়….শেষবার ওঁনার সঙ্গে দেখা হয়েছিল কলকাতায় অনুষ্ঠিত IFFI (আদতে KIFF) -তে.. প্রার্থনা।”
আরও পড়ুন: রাজনৈতিক মতভেদের উর্ধে উঠে সৌমিত্রর শেষযাত্রায় মমতা থেকে সূর্যকান্ত মিশ্র
২০১৮ সালে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দু’জনের একটি ছবি পোস্ট করে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানান। অমিতাভের পাশাপাশি সৌমিত্রর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনিল কাপুর, পরেশ রাওয়াল, ওনির, রিচা চড্ডা, শাবানা আজমি- সহ বলিউডের একাধিক ব্যক্তিত্ব।