অমিতাভের করোনা: উদ্বিগ্ন হয়ে মমতার ফোন জয়াকে

Mysepik Webdesk: এবারে করোনা থাবা বসলো বচ্চন পরিবারের উপর। করোনা থেকে রেহাই পেলেন না বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন। তাঁদের দু’জনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমিতাভ নিজেই করোনা আক্রান্তের কথা ট্যুইটারে শেয়ার করে লিখেছেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। হাসপাতালে ভরতি হয়েছি। হাসপাতাল থেকে জানানো হয়েছে পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে। গত ১০ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।’
আরও পড়ুন: করোনা দৌঁড়াচ্ছে! গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১,৩৪৪ জন
বাবার মোট ছেলে অভিষেক বচ্চনও ট্যুইট করে জানিয়েছেন, ‘আজ আমি এবং আমার বাবা দু’জনেই করোনা টেস্ট করায়। আমাদের দু’জনেরই রিপোর্ট পজিটিভ এসেছে। হালকা লক্ষণ থাকায় আমাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সমস্ত প্রয়োজনীয় কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং আমাদের পরিবার ও কর্মচারীরা সকলেই পরীক্ষিত। আমি সকলকে অনুরোধ করছি যেন তারা আতঙ্কিত না হয় শান্ত থাকে। ধন্যবাদ। ‘
শনিবার রাতে মুম্বইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ৭৭ বছরের অভিনেতাকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, করোনার লক্ষণ রয়েছে অমিতাভের শরীরে। তবে বেশ কিছু দিন ধরেই তিনি আইসোলেশনে ছিলেন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ জানিয়েছেন, ‘অমিতাভের শরীরে করোনার লক্ষণ নেই, তিনি আপাতত স্থিতিশীল।’
আরও পড়ুন: অমিতাভের পর অভিষেক বচ্চনের করোনা রিপোর্ট পজিটিভ
প্রিয় অভিনেতার করোনা পজিটিভ খবর শোনার পর থেকে মন খারাপ ভক্তমহলের। সোশ্যাল মিডিয়ায় বলিউড ও রাজনৈতিক মহল থেকেও আরোগ্য বার্তা পোস্ট করেছেন অনেকেই। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রত্যেকেই ট্যুইটে অমিতাভের জন্য প্রার্থনা করেছেন। অন্যদিকে অমিতাভের করোনা আক্রান্তের খবর শুনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিতাভের স্ত্রী জয়া বচ্চনকে ফোন করে খোঁজ নিয়েছেন।