৫৯ জন যাত্রী নিয়ে ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান

Mysepik Webdesk: শনিবার ওড়ার কিছুক্ষনের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ইন্দোনেশিয়ার একটি বিমানের সঙ্গে। জানা গিয়েছে, ওই বিমানে ক্রু-মেম্বার ছাড়া আরও ৫৯ জুন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ছ’জন শিশুও ছিল।এর পরেই তড়িঘড়ি করে বিমানের খোঁজ শুরু করেন আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি। যদিও বিমানটির খোঁজ না পাওয়া পর্যন্ত হাল ছেড়ে দেবেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট আধিকারিকরা। নিখোঁজ বিমানটি কোনও দুর্ঘটনায় পড়েছে বলেই মনে করছেন তাঁরা।
আরও পড়ুন: বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে যাব না: ট্রাম্প

সূত্রের খবর, শ্রীউইজায়া এয়ার ফ্লাইটের SJY 182 বিমানটি এদিন জাকার্তা থেকে পন্টিয়ানাকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু বিমানটি ওড়ার অল্প কিছুক্ষনের মধ্যেই সেটির সঙ্গে বিমানবন্দরের সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে জানা গিয়েছে, বিমানটির সঙ্গে যোগাযোগ ছিন্ন হওয়ার আগে সেটি ৬০ সেকেণ্ডের মধ্যে ৩০০০ ফুট নিচে নেমে যায়। যদিও সরকারিভাবে ওই বিমানসংস্থা তাদের বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার খবর প্রকাশ করেনি।