Mysepik Webdesk: আরও একবার আনিস খানের দেহ ময়নাতদন্ত করতে চায় রাজ্য সরকার দ্বারা গঠিত তদন্তকারী সংস্থা অর্থাৎ সিট। কিন্তু, আনিসের পরিবার সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেয়। বুধবার সকালে সিটের তরফে আনিসের পরিবারকে এই প্রস্তাব দেওয়া হলেও আনিসের পরিবার তাতে রাজি হয়নি। সিটের প্রস্তাব নাকচ করে দেন আনিসের বাবা সালেম খান। এদিন বেলার দিকে সিট-এর সদস্যরা গিয়েছিলেন আনিসের বাড়ি।
আরও পড়ুন: আনিস হত্যার জেরে প্রতিবাদ মিছিলে অবরুদ্ধ কলকাতা, পুলিশের বলপ্রয়োগ, গ্রেপ্তার
এর আগেও নিহত ছাত্রনেতা আনিস খানের ময়নাতদন্ত করেছিল পুলিশ। আনিসের পরিবারের অভিযোগ, সেই সময় তাঁদের না জানিয়েই আনিসের ময়নাতদন্ত করা হয়েছিল। এই ঘটনার পর থেকেই পুলিশের ওপর থেকে আস্থা হারায় আনিসের পরিবার। পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়, পুলিশই খুন করেছে আনিসকে। আনিসের রহস্যজনক মৃত্যুর তদন্ত করুক CBI। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারকে সরকারের ওপর আস্থা রাখতে অনুরোধ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠন করা হয় তদন্ত কমিটি।
এদিন সিটের পক্ষ থেকে আনিসের পরিবারকে দ্বিতীয়বার আনিসের দেহ ময়নাতদন্ত করার অনুমতি চাওয়া হয়। পরিবারকে বোঝানো হয়, কেন দ্বিতীয়বার ময়নাতদন্ত করার প্রয়োজন। পাশাপাশি পরিবারকে আরও বোঝানো হয়, পরিবারের সম্মতি ছাড়া দেহ ময়নাতদন্ত করা সম্ভব নয়। কিন্তু, আনিসের বাবা সালেম খান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “কীসের জন্য আমরা আপনাদের সাহায্য করব? আমরা নতুন করে ময়নাতদন্তে রাজি নই। পুলিশই তো আমার ছেলেকে খুন করেছে।” পাশাপাশি তিনি আরও জানান, একমাত্র CBI যদি তদন্তভার হাতে নেয়, তবেই দ্বিতীয়বার ছেলের দেহের ময়নাতদন্তে সম্মতি দেবেন তিনি।