কৃষক আন্দোলনের সমর্থনে জীবনের শেষ অনশনে বসতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি আন্না হাজারের

Mysepik Webdesk: ফের অনশনে বসতে চলেছেন আন্না হাজারে। বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে তাঁর অনশনের কথা জানিয়েছেন তিনি। কৃষি আইন নিয়ে নবেম্বর কেন্দ্র-কৃষক আলোচনার আগেই তাঁর এই ইচ্ছার কথা জানালেন তিনি। তবে কবে থেকে তিনি অনশনে বসতে চলেছেন, সেকথা তিনি অবশ্য চিঠিতে উল্লেখ করেন নি। তাঁর কথায় কৃষি আইন মোটেই দেশের গণতন্ত্র মেনে হয়নি। পাশাপাশি জনসাধারণের অংশগ্রহণ ছাড়াই তৈরি হয়েছে এই আইন। ফলে তিনি এই আইন মোটেই সমর্থন করেন না বলে জানান।
আরও পড়ুন: গুগল ম্যাপের ভুলে জলে পড়ে মৃত্যু গাড়িচালকের

৮৩ বছরের এই বর্ষীয়ান নেতা প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রের কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের কাছেও চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি জানান, কৃষিকাজ নিয়ে এম এস স্বামীনাথন কমিটির সুপারিশ যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে তিনি ভুখ হরতাল করতে পিছু হটবেন না। জানা গিয়েছে ওই চিঠিতে তিনি লেখেন, “কৃষকদের বিষয় নিয়ে আমি পাঁচবার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে আবেদন জানিয়েছিলাম। কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে কোনও উত্তর আসেনি। তাই জীবনের শেষ অনশনে বসার সিদ্ধান্ত নিলাম।”