ঘোষণা করা হল জয়েন্ট এনট্রান্স পরীক্ষার তারিখ

Mysepik Webdesk: বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এনট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের পরেই হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। বিজ্ঞাপ্তি অনুযায়ী, আগামী ১১ জুলাই হবে WBJEE 2021 পরীক্ষা। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে অগস্ট মাসে। এই প্রবেশিকা পরিক্ষার মাধ্যমেই স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার কোর্সে ভর্তির সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন: রাজ্য সরকারের কর্মীদের এবার ১০০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক

তবে বৃহস্পতিবার পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও কবে থেকে আবেদন পত্র পূরণের প্রক্রিয়া শুরু হবে, তা এখনও জানা যায়নি। এবার আবেদনের প্রক্রিয়া হবে অনলাইনে। wbjeeb.nic.in ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন। তবে খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।