জুন মাসে আসতে পারে কোভিডের আরও এক টিকা, জানালেন আদর পুনাওয়ালা

Mysepik Webdesk: ইতিমধ্যেই ভারতে দু’টি কোভিড ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। টিকাকরণও চলছে কোভ্যাকসিন ও কোভিশিল্ডের। এবার তার মধ্যেই আরও একটি ভালো খবর শোনালেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। একটি টুইট করে তিনি জানান, চলতি বছরের জুন মাসের মধ্যেই বাজারে আসতে পারে কোভিডের আরও এক টিকা কোভোভ্যাক্স। তার তারপরেই সেই টিকার ট্রায়াল শুরু হয়ে যেতে পারে ভারতে।
আরও পড়ুন: দিল্লির বিস্ফোরণের দায় স্বীকার জইশ-উল-হিন্দ-এর, ব্যবহৃত হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই জানিয়েছিলেন, ভারতে আরও কয়েকটি ভ্যাকসিন ছাড়পত্র পাবে। এবার প্রধানমন্ত্রীর সেই বক্তব্যকে কার্যত সিলমোহর দিল সেরাম ইনস্টিটিউট। জানা গিয়েছে, সেরাম ও মার্কিন সংস্থা নোভোভ্যাক্স হাত মিলিয়ে তৈরি করছে কোভোভ্যাক্স। ট্রায়াল চলাকালীন এই টিকার প্রায় ৮৯.৩ শতাংশ কার্যকারিতা লক্ষ্য করা গিয়েছে। ব্রিটেনেও এই ভ্যাকসিনের ট্রায়ালে অভূতপূর্ব সাফল্য মিলেছে বলে দাবি করেছেন আদর পুনাওয়ালা।