অন্তিম-এর ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল

Mysepik Webdesk: ধীরে ধীরে করোনা আবহ কাটিয়ে নিজের জাগাতে ফিরে আসছে বলিউড। একে একে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। এবার বলিউডের ভাইজানও নুতন ছবির শ্যুটিংয়ে ফিরলেন। রাধে-র শ্যুটিং শেষ করে এবারে শুরু করলেন তাঁর পরবর্তী ছবি অন্তিম-এর শ্যুটিং। অন্তিম ছবির শ্যুটিং শুরু করেই সেই লুক প্রকাশ্যে আনলেন সালমান খান। আর তা সামনে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: স্বামীর অত্যাচারের জেরেই দিব্যা আর লড়তে পারলেন না জীবনের সঙ্গে, বিস্ফোরক দেবলীনা
অন্তিম ছবিতে দাবাং খানকে একজন শিখ পুলিস অফিসারের ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে। আয়ূষ শর্মা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এমনটা জানিয়েছেন।
আরও পড়ুন: কৃষ্ণাঙ্গ মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠলো প্রিয়াঙ্কার স্বামী দুই দেওরের বিরুদ্ধে
সম্প্রতি সালমান খানের সঙ্গে রাধে-র শ্যুটিং শেষ করেছেন দিশা পাটানি। এই ছবিতে সাল্লুর সঙ্গে স্ক্রিন শেয়ার নিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দিশা। রাধে ছবিই নাকি তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক এমনটাই মন্তব্য করেন দিশা পাটানি।