মা-হারা হলেন সুরের জাদুকর এ আর রহমান

Mysepik Webdesk: সোমবার সকালে চলে গেলেন এ আর রহমানের মা করিমা বেগম। চেন্নাইতে মৃত্যু হয় অস্কার-জয়ী সুরকারের মা করিম বেগমের। মায়ের মৃত্যুর খবর তিনি নিজেই টুইট করে জানিয়েছেন।
আরও পড়ুন: অবশেষে বিয়ে করতে চলেছেন সালমান! ইঙ্গিতপূর্ণ পোস্ট বলিউড অভিনেত্রীর

সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় এ আর রহমানের টুইট দেখে মন ভেঙে যায় রহমান ভক্তদের। তাঁর মায়ের আত্মার শান্তি কামনা করে একের পর এক টুইটে সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। তাঁর মায়ের কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে রহমান কিছুই টুইটে জানান নি।তবে সুরকারের গুনমুগ্ধরা মনে করছেন, বার্ধক্যজনিত কারণেই শেষ পর্যন্ত ২০২০ সালের শেষে নিজের মাকে হারালেন রহমান।
আরও পড়ুন: ফেলুদা ‘ফেরত’ এসে মন জয় করল
এর আগে মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন এ আর রহমান। তারপর থেকেই ছেলেকে আঁকড়ে ধরে বড় করে তোলেন করিমা বেগম। এ আর রহমানের মায়ের মৃত্যু সংবাদ পেয়ে চলচিত্র জগতের একের পর এক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেন।