আপনি কি গরম জলে চুল ধুচ্ছেন? তাহলে জেনে নিন কী কী ক্ষতি হতে পারে

Mysepik Webdesk: শীত পড়তে না পড়তেই গরম জলের ব্যবহার শুরু হয়ে যায়। স্রান করা থেকে পান করা সবে থেকেই গরম জল চাই। কিন্তু স্রান করার সময়ে আপনি যদি চুলেও গরম জল ব্যবহার করেন, তবে তা আপনার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। গরম জলের ব্যবহারের মাথার ত্বকের বিভিন্ন সমস্যা, চুল পড়াসহ আরো অনেক সমস্যায় পড়তে পারেন আপনি।
আরও পড়ুন: তামার পাত্রে জল খেলে দূর হবে অ্যাসিডিটি-সহ আরও কয়েকটি শারীরিক সমস্যা
বিশেষজ্ঞরা চুল ধোয়ার জন্য গরম জলের ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন। তাদের মতে, গরম জল চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গরম জল চুলকে যেমন রুক্ষ করে, তেমনি চুলের ত্বকেও নানা সমস্যা দেখা দেয়। যেসব সমস্যা
চুল পড়া: গরম জলে নিয়মিত চুল পরিষ্কার করলে চুল ভেঙে যেতে পারে। গরম জল মাথার স্কিনের পোরগুলো খুলে দেয়, যা চুলের গোড়া নরম করে ফেলে। আর এর ফলে চুল পড়ে যায়।
আরও পড়ুন: একবার করোনা হয়ে যাওয়ার পরেও কী ভ্যাকসিন নেওয়া প্রয়োজন, কী বলছেন বিশেষজ্ঞরা?

খুশকির সমস্যা: গরম জল ব্যবহারের ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। মাথার ত্বক শুকিয়ে যাওয়া খুশকির অন্যতম কারণ। আর ফলে চুলের স্বাস্থ খারাপ হয়ে যায়।

চুল রুক্ষ হয়ে যায়: গরম জল চুল এবং মাথার ত্বক থেকে প্রাকৃতিক তেল কেটে ফেলতে পারে, এতে চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়। সেই সঙ্গে গরম জলের ব্যবহারে আপনার চুল নিস্তেজ হয়ে যেতে পারে।

খুব বেশি ঠাণ্ডা জলও মাথার ত্বকের জন্য ভালো না। ফলে চুল ধোয়ার জন্য হালকা গরম জল ব্যবহার করতে পারেন। এতে করে একদিকে যেমন চুলের কোনো ক্ষতি হবে না, তেমনি চুল পরিষ্কারও হবে ভালোভাবে।