Mysepik Webdesk: বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ আর্জেন্টিনা এদিন মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ের। তবে ম্যাচটি গোলশূন্য ড্র অবস্থায় শেষ হল। অর্থাৎ এই নিয়ে ন’টি ম্যাচ খেলে চারটি ম্যাচে পয়েন্ট খোয়ালেন লিওনেল স্কালোনির ছেলেরা। যদিও ম্যাচটিতে বহুবার গোলের সুযোগ পেয়েছিলেন লিওলেন মেসিরা। গোটা ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল আকাশি-সাদা জার্সিধারীদের। কিন্তু মেসি, ডি মারিয়াদের মতো ফুটবলার দলেই থাকা সত্ত্বেও গোল মুখ ওপেন করতে পারেননি তাঁরা।
আরও পড়ুন: মোদি অর্থায়ন বন্ধ করে দিলে পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে যেতে পারে: রমিজ রাজা
ম্যাচটিতে ৭০ শতাংশ বল পজিশন ছিল আর্জেন্টিনার। গোলে ১৪টি শট করে তারা। আটটি শট ছিল একেবারে লক্ষ্য বরাবর। যদিও এতসবেও কাজের কাজটি হয়নি। প্যারাগুয়ে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে বেশ কয়েকবার আর্জেন্টিনার ডিফেন্সে হানা দিয়ে গোলের সুযোগ তৈরি করেছিল। তবে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সজাগ থাকায় তা থেকে গোল হয়নি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি শেষপর্যন্ত অমীমাংসিত অবস্থাতেই শেষ হয়।