দীনেশ ত্রিবেদীকে বিজেপিতে স্বাগত জানালেন অর্জুন সিং

Mysepik Webdesk: কথায় বলে, রাজনীতিতে সবাই আপন আবার কেউই আপন নয়। ঠিক তেমনটাই ঘটল এক্ষেত্রে। তৃণমূল ছেড়ে দীনেশ ত্রিবেদীর বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁকে স্বাগত জানালেন অর্জুন সিং। জেনে রাখা ভালো, এই অর্জুন সিং একদিন দীনেশ ত্রিবেদীর জন্যই তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন। সেক্ষেত্রে অনেকেই মনে করেছিলেন, দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগদান করার ক্ষেত্রে হয়তো আপত্তি থাকতে পারে অর্জুনের। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। সেই অর্জুন সিংই তাঁকে নিজে ফোন করে স্বাগত জানান। সূত্রের খবর, অর্জুন সিং দীনেশ ত্রিবেদীকে জানিয়েছেন, বিজেপিতে একসঙ্গে তাঁরা আরও ভাল ভাবে কাজ করতে পারবেন।
আরও পড়ুন: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হল হাওড়া-দিঘা ট্রেন পরিষেবা

প্রসঙ্গত, ২০১৯ সালে তৃণমূলের হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে টিকিট পাওয়ার কথা ছিল অর্জুন সিংয়ের। কিন্তু সেই জায়গায় টিকিট পেয়ে যান দীনেশ ত্রিবেদী। সেই রাগে দল ছাড়েন অর্জুন সিং। বিজেপিতে যোগদান করেন তিনি। এর পর বিজেপি-তে যোগদান করার পর ওই একই জায়গা থেকে বিজেপির হয়ে টিকিট পান অর্জুন সিং। ব্যারাকপুর আসন থেকেই লোকসভা নির্বাচনে দীনেশকে হারান তিনি। তারপর থেকেই দীনেশ- অর্জুন বাকযুদ্ধ তুঙ্গে উঠেছিল। তবে সেসব এখন অতীত। আপাতত বিজেপিতে যোগদান করার পর একদা ‘চরম শত্রু’ দীনেশ ত্রিবেদীর সঙ্গেই ‘আরও ভাল ভাবে’ কাজ করতে চান অর্জুন সিং।