Mysepik Webdesk: সাতসকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। তামিলনাড়ুর পাহাড়ি এলাকা কুন্নুরে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার। সেনা সূত্রের খবর, চপারটিতে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। হেলিকপ্টারে আরও কয়েকজন সেনা আধিকারিক এবং সিডিএসের পরিবার সদস্য ছিলেন। কুন্নুরের ঘন জঙ্গলে চপারটি ভেঙে যাওয়ার পরেই আগুন ধরে যায়। সেনার তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, চপারটি ভেঙে যাওয়া এবং আগুন ধরে যাওয়ার কারণে অনেকের মৃত্যু হতে পারে। জানা গিয়েছে, উটিতে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে সেনা আধিকারিকরা গিয়েছিলেন হেলিকপ্টারে সওয়ার হয়ে।
আরও পড়ুন: ‘কংগ্রেস ছাড়া গতি নেই’, রাহুলের সঙ্গে দেখা করে সাফ বার্তা সঞ্জয় রাউতের
জানা গিয়েছে, বুধবার বেলা বেলা ১২ টা ৪০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুন্নুর এলাকায় ভেঙে পরে এমআই-১৭ সেনা হেলিকপ্টারটি। হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর পরিবারের সদস্যরা। হেলিকপ্টারে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। ১৪ জন ছিলেন দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে। এছাড়াও ছিলেন নায়েক গুরুসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার ও ব্রিগেডিয়ার এল এস লিড্ডর। কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় সেনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনাপ্রধানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।