সেনাবাহিনীর গ্রেড বিস্ফোরক সন্ত্রাসবাদীদের হাতে! দিল্লির বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

Mysepik Webdesk: শুক্রবার দিল্লির বিস্ফোরণের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা সেই বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও সূত্রের খবর, ওই বিস্ফোরণ ঘটনার জন্য ব্যবহার করা হয়েছিল গ্রেড বিস্ফোরক। ওই ধরণের বিস্ফোরক বিশ্বজুড়ে শুধুমাত্র সেনাবাহিনীকেই ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি সন্ত্রাসবাদীদের যে বিশ্বের একাধিক এলাকায় বিস্ফোরণ ঘটানোর যড়যন্ত্র ছিল, সেটা গোয়েন্দারা জানতে পেরেছে বেশ কয়েকটি সূত্র মারফত। বিস্ফোরণস্থলের অদূরেই উদ্ধার হয়েছে একটি খামবন্দি চিঠি, যেখানে উল্লেখ রয়েছে এই বিস্ফোরণ আসলে নাকি একটি ট্রেলর।
আরও পড়ুন: জুন মাসে আসতে পারে কোভিডের আরও এক টিকা, জানালেন আদর পুনাওয়ালা

গোয়েন্দাদের দাবি, PETN নাম যে বিস্ফোরকটি ওই বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল, সেটি আসলে এমনি একটি পদার্থ যা শুধুমাত্র বিশ্বজুড়ে সেনাবাহিনীকেই ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। এই উপাদান খোলা বাজারে পাওয়া যায় না। তাই PETN কীভাবে সন্ত্রাসবাদীদের হাতে এলো, সেটাই এখন বড় প্রশ্ন। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি ৯ ভোল্টের ব্যাটারি উদ্ধার হয়েছে, যা প্রমান করে বিস্ফোরণের কাজে ব্যবহৃত বোমাটি একটি টাইম বোমা ছিল। এছাড়াও ফরেনসিক দল বিস্ফোরণের জন্য অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহারের চিহ্নও খুঁজে পেয়েছে।