বম্বে হাইকোর্টকে চ্যলেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অর্ণব গোস্বামী

Mysepik Webdesk: ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মায়ের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গত ৪ নভেম্বর গ্রেফতার করা হয়েছে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে। বম্বে হাইকোর্ট সোমবার তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি এসএস শিন্ডে এবং বিচারপতি এমএস কার্নিকের বেঞ্চ জানায়, আবেদনকারীকে জামিন দেওয়ার কোনও প্রশ্নই নেই। তবে অভিযুক্ত চাইলে দায়রা আদালতে জামিনের আবেদন জানাতে পারেন। আর তারপরেই বোম্বে হাইকোর্টকে চ্যলেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি।
আরও পড়ুন: BIHAR ASSEMBLY VOTE: এনডিএ -এর বিরুদ্ধে EVM হ্যাকের অভিযোগ কংগ্রেসের

এদিকে অর্ণবকে রবিবার সকালে তালোজা জেলে সরিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যান থেকে চিৎকার করে তিনি জানান, তাঁকে পুলিশ হেনস্থা করছে। তাঁর সঙ্গে তাঁর পরিবার এবং আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে ফোন করে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। পাশাপাশি অর্ণবের সঙ্গে যাতে তাঁর পরিজনকে দেখা করতে পারে, সেই বিষয়টিও দেশমুখকে দেখতে বলেন কোশিয়ারি।