লালকেল্লায় পৌঁছে কৃষকরা ওড়ালেন কৃষক আন্দোলনের নিশান

Mysepik Webdesk: যে কৃষকরা গত দুই মাস ধরে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন, তাঁরা আজ দিল্লির সীমানা ঘিরে একটি ট্র্যাক্টর সমাবেশ করছেন। এসময় অনেক জায়গায় পুলিশ ও কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। যদিও এসব দিয়ে কৃষকদের আটকানো যায়নি। কারণ লালকেল্লায় পৌঁছে গেছে কৃষকদের মিছিল। তাৎপর্যপূর্ণভাবে কৃষকরা লালকেল্লায় পৌঁছিয়ে কৃষক আন্দোলনের পতাকা উড়িয়ে দিয়েছেন। লালকেল্লায় পৌঁছে কৃষকদের মধ্য থেকে স্লোগান ওঠে ‘অকুপাই দিল্লি’।
আরও পড়ুন: ২৬শের প্যারেডে প্রথমবার অংশ নিলো রাফাল
উল্লেখ্য পূর্বঘোষণা মতো এদিন বেলা বারোটায় কৃষকদের মিছিল বেরোনোর কথা ছিল। বলা হয়েছিল যে, নির্দিষ্ট তিনটে রুটে গিয়ে আবার উৎসস্থলে ফিরে আসবে কৃষকদের মিছিল। তবে আদতে তা হয়নি। দিল্লির নয়ডা মোড়, আইটিও মোড়, এস বি টি এলাকা সহ বেশ কিছু জায়গা উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন ভিডিয়ো ফুটেজে দেখা গেছে কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। তবে, তাদের মিছিল দিল্লির লালকেল্লা পৌঁছেছে।
আরও পড়ুন: কৃষকদের মিছিলে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ, উত্তপ্ত দিল্লি সীমান্ত
এদিকে এহেন অবস্থায় কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছেন, “সহিংসতা কোনও সমস্যার সমাধান নয়। যদি কেউ আহত হয়, তবে আমাদের দেশের ক্ষতি হবে। দেশের স্বার্থে কৃষি-বিরোধী আইন ফিরিয়ে নিন!” আপাতত প্রতিবাদী কৃষকরা এখন লাল দুর্গে আরোহণ করেছেন। কয়েকশো কৃষক তাঁদের নিজের প্রতিষ্ঠান পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।
