যতদিন রাজনীতি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কাছে রাখবেন, আবেগতাড়িত রাজীব

Mysepik Webdesk: তৃণমূল ছাড়লেও ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ছাড়ার দিনেও বার বার স্মরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তার হাতে ছিল মুক্ষমন্ত্রীর ছবিও। চোখের কোনায় দেখা গেল কয়েকফোঁটা জল। নিজের ইমেজ এতটুকু নষ্ট না করে তিনি সৌজন্য দেখালেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি এতটুকুও কুকথা না বলে শুধু বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাতৃসমা। তাঁর হাত ধরেই আমি রাজনীতিতে এসেছি। তাঁর কাছে কৃতজ্ঞতা থাকবে আজীবন।”
আরও পড়ুন: ম্যাজিসিয়ান পি সি সরকারের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

এ দিন নিজের হাতে লিখেই তিনি ইস্তফাপত্র জমা দেন। তারপরেই বিধায়ক হিসেবে তাঁর জন্য বরাদ্দ করার ঘটে ঢুকে যান। সেখান থেকে টাঙানো থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা হাতে নিয়ে বেরিয়ে আসেন। বিধানসভার বাইরেও এলেন সেই ছবি হাতেই। প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ১টা নাগাদ তিনি বিধানসভা এসে পৌঁছন। তারপরেই ইস্তফাপত্র তিনি স্পিকারের হাতে তুলে দেন। হাওড়ার ডোমজুড়ের বিধায়ক ছিলেন এই দুঁদে নেতা। এরপর রাজ্যের শাসক দলের সদস্যপদ থেকে ইস্তফা নেওয়া এখন সময়ের অপেক্ষা বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।