টাইফুনের তাণ্ডবে ভেঙে গিয়েছে ২৫ হাজার ঘরবাড়ি, দ্রুত পুনরুদ্ধার করার নির্দেশ কিমের

Mysepik Webdesk: প্রবল টাইফুনের তাণ্ডবে ভেঙে লন্ডভন্ড হয়ে গিয়েছে প্রায় ২৫ হাজার ঘরবাড়ি। সেই বাড়িগুলি আগামী ৫ বছরের মধ্যে পুনরুদ্ধার করার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার প্রশাসক কিম জন উন। উত্তর কোরিয়ায় সম্প্রতি প্রবল বেগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় যার দাপটে তছনছ হয়ে গিয়েছে একাধিক এলাকা। ভেঙে পড়েছে প্রায় ২৫ হাজার ঘরবাড়ি। কোরিয়ার শাসক কিম নিজেই বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন। দেশের মানুষের সাহায্যার্থে তিনি সেগুলি ফের পুনরুদ্ধার করার নির্দেশ দিলেন।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে গিয়ে নাচতে লাগলেন প্রেসিডেন্ট ট্রাম্প, রাতারাতি ভাইরাল হল ভিডিও
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করার পর পরিস্থিতি দেখে কোরিয়ার শাসক কিম খুবই কষ্ট পেয়েছেন। সেই কারণেই তিনি তাঁর সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব নতুন করে পরিকাঠামো তৈরি করতে। পাশাপাশি তাঁর প্রতি বিশ্বাস রাখার জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, তাঁর দেশে যখন নতুন বাড়ি হয়, তখন পুরনো বাড়িগুলি ভেঙে পড়ে। তবে এবার সেই নিয়মে পরিবর্তন আনতে চলেছেন উত্তর কোরিয়ার শাসক। এবার তাই দেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিনি যুক্ত করেছেন ২৫ হাজার নতুন বাড়ি তৈরির পরিকল্পনাও।