প্রস্তুতি প্রায় শেষের মুখে, কল্যাণীর এইমসএ আগামী বছরেই শুরু হবে রোগী পরিষেবা

Mysepik Webdesk: প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই কল্যাণী এইমসএ এমবিবিএ-র প্রথম ব্যাচ শুরু হয়ে গিয়েছে। ছাত্রছাত্রী রয়েছে ৫০ জন। বর্তমানে নতুন ভবনেই তাদের ক্লাস চলছে। ২০২১ সালে দ্বিতীয় ব্যাচের ভর্তি প্রক্রিয়া চলছে, নেওয়া হবে ১২৫ জন ছাত্রছাত্রী। আগামী বছরের শুরুতেই মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনি অ্যান্ড অবস্ট্রেটিক্স, পেডিয়াট্রিকস, সাইক্রিয়াটিক, ডার্মাটোলজি-সহ মোট ৮টি বিভাগ নিয়ে শুরু হয়ে যাবে বহির্বিভাগ বা ওপিডি। টিচিং, নার্সিং বিল্ডিং, লাইব্রেরী ও অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। কাজ চলছে অন্তঃবিভাগ বিল্ডিংয়ের। অপেক্ষা শুধুমাত্র ফার্নিচারের কাজ শেষ করার।
আরও পড়ুন: তৃণমূল ছাড়লেন শীলভদ্র দত্ত, শনিবার বিজেপিতে যোগদান

২০১৬ সালে রাজ্য সরকারের সনাক্ত করা ১৭৯.৮২ একর জমিতে কাজ শুরু হয় এআইআইএমএস কল্যাণীর। কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র এক কিমি দূরে অবস্থিত কল্যাণী এইমস। নতুন বছরের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে রোগী দেখা। তবে সম্পূর্ণরূপে রোগী পরিষেবা চালু হবে আগামী ২০২১ সালের সেপ্টেম্বর মাস নাগাদ। তবে চেষ্টা করা হচ্ছে যাতে এপ্রিলের মধ্যে সীমিত সংখ্যায় অন্তর্বিভাগ বা ইন পেশেন্ট ডিপার্টমেন্ট চালু করা যায়।