কলেজ খুলতেই বারাণসীর কলেজে পাওয়া গেল নরকঙ্কাল, চাঞ্চল্য

Mysepik Webdesk: করোনাকালে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল-কলেজ। কিন্তু কলেজ খুলতেই বিপত্তি বাড়ল উত্তরপ্রদেশের বারাণসীতে। সেখানকার এক কলেজে একটি ভয়ানক ঘটনা সামনে এসেছে। বুধবার বারাণসীর দেওয়ানি আদালতের কাছে জে পি মেহতা ইন্টার কলেজ প্রাঙ্গণে পুরনো জরাজীর্ণ ভবনের একটি কক্ষে কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কলেজের অধ্যক্ষ ড. এন কে সিংয়ের নোটিশে পুলিশ কঙ্কালটি পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক দল। বালতি এবং মগ পুরুষ-কঙ্কালের কাছে পড়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: উত্তরাখণ্ড বিপর্যয়ের ৫ম দিন, উদ্ধারকার্যের কৌশল পরিবর্তন, টানেলের মধ্যে ৭২ মিটার ভিতরে চলছে ড্রিলিং

অনুমান যে, গতবছর লকডাউনের সময় কলেজটি যখন আশ্রয়কেন্দ্র হিসাবে নির্মিত হয়েছিল, তখন একজন শ্রমিক কোনও শুনশান জায়গায় মলত্যাগ করতে গিয়েছিলেন। সেই সময়ে কোনও বিষাক্ত প্রাণীর কামড় বা হার্ট অ্যাটাকের কারণে তিনি মারা গিয়েছিলেন। কলেজের অধ্যক্ষ ড. এন কে সিং বলেন, কলেজের পিছনদিকে একটি ঝোপের মতো রয়েছে। সেই এলাকায় তৈরি হওয়ার কথা একটি খেলার মাঠ। সেই কারণেই চারপাশটা পরিষ্কার করবার কাজ চলছিল। সাফসুতরের সময় কলেজের পিছনদিকে ওই ক্লাসরুম থেকে উদ্ধার হয় ওই নরকঙ্কাল। পুলিশের বলেছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ পরিষ্কার হবে।