অশ্বিন আমাকে বড় ভাইয়ের মতো পথ দেখিয়েছিল: হনুমা বিহারি

Mysepik Webdesk: রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে হনুমা বিহারি উইকেটে আঠার মতো আটকে থেকে সিডনি টেস্ট ড্রয়ের পথে নিয়ে গিয়েছিলেন। এই দু’জন ষষ্ঠ উইকেটে ৪৩ ওভার ব্যাটিং করে ৬২ রানের জুটি গড়েন। হনুমা সিডনি টেস্টের সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করে জানিয়েছেন যে, অশ্বিন তাঁকে বড় ভাইয়ের মতো পথ দেখিয়েছিলেন। সেই কারণেই এত বড় পার্টনারশিপ গড়া গেছে।
আরও পড়ুন: ১৭ তারিখ বিসিসিআইয়ের মিটিংয়ে রঞ্জি এবং আইপিএল নিয়ে আলোচনা

BCCI.TV-তে বিহারি বলেন, ‘‘পঞ্চম দিনের শেষে সেশনে ব্যাটিং করা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আপনি ঠিক যেমন স্বপ্নতে দেখেন, এই অভিজ্ঞতাটিও তেমনই ছিল। আমি খুব খুশি। আমাকে বড় ভাইয়ের মতো গাইড করেছে অশ্বিন। ব্যাটিংয়ের সময় আমি অনেক কিছু চিন্তা-ভাবনা করছিলাম। সেই সময় অশ্বিন এগিয়ে এসে আমাকে বলেছিল, ‘এই মুহূর্তে কেবল বলের দিকেই মনোনিবেশ করো’।” উল্লেখ্য যে, সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে রবীচন্দ্রন অশ্বিন ১২৮ বলে ৩৯ এবং হনুমা বিহারি ১৬১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।