হার মানলেন করোনার কাছে, প্রয়াত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর সিদ্ধান্ত শেখর দে

Mysepik Webdesk: করোনা মোকাবিলায় যাঁরা একেবারে প্রথম সারিতে থেকে লড়াই করছেন, তাদের মধ্যে রয়েছেন পুলিশকর্মীরাও। প্রায়ই পুলিশকর্মীদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবার করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কলকাতা পুলিশের এক উচ্ছ পদস্থ আধিকারিক। আজ প্রয়াত হলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিদ্ধান্ত শেখর দে। পুলিশ আধিকারিক সিদ্ধান্ত শেখরের মৃত্যুর খবর জানানো হয়েছে কলকাতা পুলিশের ফেসবুকে।
আরও পড়ুন: পুজোয় নর্থ বেঙ্গল বেড়াতে যাওয়ার ইচ্ছা, ট্রেনের টিকিট না পেলে সোজা চলে আসুন NBSTC কাউন্টারে
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর সিদ্ধান্ত শেখর দে। কলকাতা আর্মড পুলিশের পঞ্চম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। প্রাণ হারালেন আজ। প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।”
আরও পড়ুন: ট্রেকার চালকের সততার নজির
এর আগেও গত ১০ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গৌতম মাহাতো। গৌতমবাবু কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। এছাড়াও ৩১ জুলাই চিতপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তপন চন্দ্র কুমার মারণ করোনার থাবায় মারা গেছেন।