বায়ুসেনার বিমান ভেঙে মৃত কমপক্ষে অন্তত ২২

Mysepik Webdesk: শুক্রবার রাতের অন্ধকারে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। ওই বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইউক্রেনে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে। ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রক একটি সরকারি বিবৃতিতে এই ঘটনার কথা স্বীকার করেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
সূত্রের খবর, ইউক্রেনের স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫০ মিনিট নাগাদ Chuhuiv মিলিটারি এয়ারবেস থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ভেঙে পড়ে বায়ুসেনার বিমানটি। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় উদ্ধারকারীর দল। বিমানটির আগুন নেভানোর চেষ্টা করে তারা। ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রক সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছে, ‘এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া আরও ২ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’
জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে মোট ২৮ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ছিলেন ২১ জন সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী এবং বাকি ৭ জন ক্রু সদস্য। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। নিহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শনিবার দুর্ঘটনাগ্রস্ত স্থান পরিদর্শনে যাবেন বলেও জানান তিনি। বিমানটির ভেঙে পড়ার কারণ অনুসন্ধান করতে তাঁর নির্দেশে একটি তদন্তকারী দলও গঠন করা হয়েছে।