গালওয়ানে ভারত-চিন সংঘাতে নিহত হয়েছে ৪৫ জন চিন-সেনা, রিপোর্ট রুশ সংবাদ সংস্থার

Mysepik Webdesk: গত বছরের মে মাসের শুরু থেকে পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘাত চলছে। তার মধ্যেই গত বছরের ১৫ জুন গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান। চিনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমান সরকারিভাবে জানানো না হলেও ভারতীয় সেনার দাবি, ওই সংঘাতে বেশ কয়েকজন চিন-সেনারও মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই ভারত-চিনের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে। এদিকে এই ঘটনায় সেনামৃত্যু নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে কেন্দ্রীয় সরকারকে। বিরোধীদের দাবি ছিল, এই ঘটনার উপযুক্ত জবাব দিক ভারত।
আরও পড়ুন: একটানা ১ ঘন্টা ৪৪ মিনিট বরফের ওপর হেঁটে বিশ্বরেকর্ড

সম্প্রতি একটি রুশ সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশিত হয়েছে একটি চাঞ্চল্যকর খবর। ওই সংবাদমাধ্যমের দাবি, শুধু ২০ জন ভারতীয় সেনাই নয়, ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ৪৫ জন চিন সেনারও। রাশিয়ান সংবাদ সংস্থা ‘তাস’-এর ওই রিপোর্টে বলেছে তাদের গোয়েন্দাদের ওই সংঘর্ষের বিষয়ে গোপনে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছিল। তারাই ওই তথ্য সংগ্রহ করে এই রিপোর্ট দিয়েছে।