সপ্তাহের শুরুতেই কলকাতার পারদ নামল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে

Mysepik Webdesk: গত সপ্তাহেই আলিপুর আবহাওয়া অফিসের তরফ পূর্বাভাস দিয়ে রেখেছিল যে, আকাশ পরিষ্কার হতেই ক্রমাগত রাতের পারদ নামতে থাকবে। সেই মতোই সোমবার ভোরে পারদ নামল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। এদিন ভোরে কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: লোকাল ট্রেনের পর এবারে চালু হতে চলেছে নন-সাবার্বান রেল পরিষেবা

শনিবার কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কলকাতা এবং সংলগ্ন এলাকায় রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে এবং সোমবার একধাক্কায় অনেকটা তাপমাত্রা পড়তে পারে। রাতের দিকে কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে।’
আরও পড়ুন: গোলপাতা চাষ ও গোল গুড় উৎপাদন হতে পারে সুন্দরবন উপকূলের বিকল্প কর্মসংস্থান

সোমবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘ভোরে তাপমাত্রা নেমেছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। রবিবারের থেকে এক ধাক্কায় ৪ ডিগ্রি কমেছে সর্বনিম্ন তাপমাত্রা।’
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে আরও ২-৩ দিন থাকবে শীতের আমেজ। এর মধ্যে পারদ আরও নামতে পারে বলেও জানিয়েছে।