তিন মাস পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া ওপেন, ২ সপ্তাহের মধ্যে ঘোষণা তারিখ

Mysepik Webdesk: পরের বছর মেলবোর্নে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেনের সময়সূচি আগামী দু’সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এমনটাই খবর টেনিস অস্ট্রেলিয়া (টিএ) সূত্রে। টিএ-র চিফ এক্সিকিউটিভ ক্রেগ টেলি রবিবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে, গ্র্যান্ড স্লামের প্রথম মরশুমটি ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে। টুর্নামেন্টটি আপাতত ১৮ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। তবে খেলোয়াড় এবং সহযোগী সদস্যসহ প্রায় ২,৫০০ জনের সাশ্রয়ী চাহিদা পূরণের প্রশ্ন জড়িয়ে রয়েছে এই টুর্নামেন্টের সঙ্গে।
আরও পড়ুন: ২০২১-এ ভারতে হবে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ, ঘোষণা

টেলি এখানে মেলবোর্নে এক বিবৃতিতে বলেন, “টেনিস অস্ট্রেলিয়া পরের গ্রীষ্মের মরশুমের টেনিস শিডিউল নির্ধারণের জন্য টিএ যা কিছু করবার সমস্ত কিছু করছে। আমাদের উদ্দেশ্য, গ্রীষ্মের মরশুমে প্লেয়ারদের তাঁদের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত করতে সহায়তা করা। খেলোয়াড় ও দর্শকরা সবাই যাতে নিরাপদ বোধ করে, সেই বিষয়টাও আমাদের দেখতে হবে।” ভিক্টোরিয়ার স্টেট হেড ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, “সরকার যেকোনও সমস্যা সমাধানের জন্য কাজ করছে।”