জমায়েত এড়িয়ে, করিমপুরে তৃণমূলে যোগদান অব্যাহত

নদিয়া, ২০ সেপ্টেম্বর: নদিয়ার করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে আজ বেশ কিছু বিরোধী দলের কর্মী-সমর্থকরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। যোগদানকারীরা জানান, করোনা মোকাবিলায় সরকার এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখে তাঁরা খুশি, তাই উন্নয়নের কর্মযজ্ঞে তাঁরা শামিল হতে চান।
আরও পড়ুন: এবার থেকে সরকারি বাস, ট্রাম, ফেরির স্মার্টকার্ড রিচার্জ করা যাবে অনলাইনে
অন্যদিকে বিধায়ক বিমলেন্দু সিংহ রায় জানান, সমাজের সকল অংশের মানুষের সঙ্গে কেন্দ্রীয় সরকার প্রতারণা করছে। আরও কিছুদিন বাদে তাদের সমস্ত ধারণা স্পষ্ট হবে। প্রচুর মানুষ তৃণমূলে আসার জন্য যোগাযোগ করলেও বর্তমান করোনা আবহে আঞ্চলিক নেতৃস্থানীয় অল্প কিছু মানুষকে নিয়ে যোগদান করানো হচ্ছে পারস্পরিক দূরত্ব বজায় রেখে। একদিনে খুব বেশি সংখ্যক মানুষকে জমায়েত করা যাচ্ছে না বলেই প্রায় প্রতি সপ্তাহেই দু’দিন করে এ ধরনের আয়োজন করা হচ্ছে।