হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্যাটেজি ম্যানেজারের গুরুত্বপূর্ণ পদে কাশ্মিরী কন্যা

Mysepik Webdesk: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার তাঁর হোয়াইট হাউস অফিসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমের সদস্যদের নাম ঘোষণা করেছেন। সেই ডিজিটাল টিমের সিনিয়র পদে রেখে বড় দায়িত্ব অর্পণ করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত আয়েশা শাহকে। তিনি কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন। ডিজিটাল স্ট্র্যাটেজি দলের ডিরেক্টর জেনারেল রব ফ্যালহার্টির অধীনে কাজ করবেন আয়েশা। তাঁকে হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজিতে পার্টনারশিপ ম্যানেজারের পদে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ২ হাজার বছর আগেও ছিল ফাস্ট ফুডের চল, মাটি খুঁড়ে উদ্ধার দোকানের ধ্বংসাবশেষ

তথ্য মতে, এই দলের নেতৃত্ব দেবেন ডিজিটাল স্ট্র্যাটেজি ডিরেক্টর রব ফ্যালহার্টি। এর আগে, বাইডেনের দলে নির্বাচিত আয়েশা শাহ বাইডেন-হ্যারিস ক্যাম্পেইনে ডিজিটাল পার্টনারশিপ ম্যানেজারের ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে স্মিথসোনিয়ান ইন্সটিটিউশনে অ্যাডভান্সমেন্ট বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন। ডিজিটাল স্ট্র্যাটেজি টিমের দলের হোয়াইট হাউস অফিসে ব্রেন্ডন কোহেন (প্ল্যাটফর্ম ম্যানেজার), মাহা ঘানাদোর (ডিজিটাল পার্টনারশিপ ম্যানেজার), জনাথন হেবার্ট (ভিডিয়ো ডিরেক্টর), জেমি লোপেজ (প্ল্যাটফর্মের পরিচালক) প্রমুখ রয়েছেন।
আরও পড়ুন: নতুন বছরের শুরু থেকে ২১ শতাংশ মজুরি বাড়ছে তুরস্কের শ্রমিকদের

বাইডেন বলেছেন, “বিশেষজ্ঞদের এই দলটি ডিজিটাল কৌশল তৈরির ক্ষেত্রে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছে এবং হোয়াইট হাউসকে আমেরিকান জনগণের সঙ্গে নতুন উপায়ে সংযুক্ত করতে সহায়তা করবে। আমরা দেশের উন্নতিতে প্রতিশ্রুতিবদ্ধ। দল নিয়ে আমি রোমাঞ্চিত।”