Mysepik Webdesk: আগেই জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটল শনিবার। এদিন তৃণমূলে যোগদান করলেন বাবুল সুপ্রিয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বাবুলের হাতে দলীয় পতাকা তুলে দেন। বাবুলকে তৃণমূলে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার পেজ থেকে একটি পোস্ট করে বাবুল সুপ্রিয়কে তৃণমূলে স্বাগত জানানো হয়। বাবুলের তৃণমূলে যোগদান রাজ্যের গেরুয়া শিবিরের জন্য বড়োসড়ো ধাক্কা বলে মনে করছে রাজ্য রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন: মোর্চার কোনও অস্তিত্ব নেই, ভোট শেষ মোর্চাও শেষ: সীতারাম ইয়েচুরি
প্রসঙ্গত, শুক্রবার বাবুল সুপ্রিয় নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেই থেকেই তাঁর তৃণমূলে যোগদানের ঘটনার ওপর জল্পনা আরও তীব্র হয়। যদিও গত অগাস্ট মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক করেছিলেন বাবুল। বৈঠকের পর তিনি অবশ্য জানিয়েছিলেন, তিনি আর রাজনীতিতে থাকতে চান না। কিন্তু এদিন তিনি তৃণমূলেই যোগদান করলেন।