তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন বাচ্চু হাঁসদা

Mysepik Webdesk: ভোটের আগে ফের ভাঙন তৃণমূল শিবিরে। এবার বিজেপিতে নাম লেখালেন দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা কেন্দ্রের আদিবাসী মুখ তথা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। তিনি দু’বারের বিধায়ক এবং মন্ত্রী। যদিও এবার নিজের দল তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পাননি। তাই রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ধারণা করেছিলেন যে, তাঁর বিজেপিতে যোগ দেওয়া কেবলই সময়ের অপেক্ষা।

যদিও তৃণমূলের তরফে বাচ্চুর মান ভাঙাতে গিয়েছিলেন অর্পিতা ঘোষ। যদিও এতে কাজের কাজ হয়নি। তারমধ্যে আবার সোমবার তিনি মুকুল রায়ের সঙ্গে দেখাও করেন। শেষমেশ এদিন দিলীপ ঘোষ এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন বাচ্চু হাঁসদা। বাচ্চু বিজেপিতে যোগ দিয়ে বলেন, “২১ বছর কাজ করেও তৃণমূল সৌজন্য দেখায়নি। বিজেপিতে একজন কর্মী হিসেবে কাজ করব।” তাছাড়াও পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক গৌরীশঙ্কর দত্তও।