আইপিএলের আগেই দুঃসংবাদ, ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৮ গ্রাউন্ড স্টাফ করোনা আক্রান্ত

Mysepik Webdesk: আইপিএল শুরু হতে আর পাঁচদিনও বাকি নেই। তার আগেই দুঃসংবাদ এলো মুম্বই থেকে। উল্লেখ্য, আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে খবর পাওয়া গেল যে, ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৮ জন গ্রাউন্ড স্টাফ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এমন খবরের জেরে উদ্বেগে পড়েছে আইপিএল কর্তৃপক্ষ তথা বিসিসিআই।
আরও পড়ুন: হরভজন দলে থাকায় কেকেআরের স্পিনিং বিভাগ আরও শক্তিশালী হবে

জানা গিয়েছে যে, গত সপ্তাহে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ১৯ জন ব্রাউন স্টাফকে করোনা পরীক্ষা করা হয়েছিল। তাঁদের মধ্যে প্রথমেই ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে আরও পাঁচজনের রিপোর্টে ধরা পড়ে যে, তাঁরাও পজিটিভ। উল্লেখ্য যে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৪তম আইপিএলের ১০টি ম্যাচ রয়েছে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে।