Mysepik Webdesk: বাড়তে চলেছে তামাকজাত দ্রব্যের ওপর কর। ফলে, একধাক্কায় দাম বাড়তে পারে সিগারেট-বিড়ির মতো তামাকজাত দ্রব্যের, এমনটাই ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞমহলের পরামর্শ মেনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একটি বিশেষ কমিটি গঠন করেছে, যাঁরা তামাকজাত পণ্যের উপরে বর্ধিত করের হার কী হবে, তা কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করবে। ফলে, সিগারেট-বিড়ির দাম যে বাড়ছেই, তা একপ্রকার নিশ্চিত হয়ে গেল।
আরও পড়ুন: জল্পনার অবসান, নতুন দল গড়ছেন অমরিন্দর! ভোটের আগেই জোট বিজেপির সঙ্গে?
এই মুহূর্তে তামাক পাতা বাদ দিয়ে তামাক জাত সব পণ্যের উপরেই ২৮ শতাংশ জিএসটি নেয় কেন্দ্রীয় সরকার। তবে ২০১৭ সালে যে সময় থেকে জিএসটি চালু হয়েছে, সেই সময় থেকে তামাকজাত পণ্যের ওপর সেভাবে কর বাড়ানো হয়নি। প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে সিগারেটের উপরে ৫২.৭ শতাংশ, বিড়ির উপরে ২২ শতাংশ এবং ধোঁয়াহীন তামাকের উপরে ৬৩.৮ শতাংশ কর নেওয়া হয়। কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সবধরনের তামাকজাত পণ্যের উপরে অন্তত ৭৫ শতাংশ করের হার চাপানো উচিত। তবে এবছর নয় সামনের বছর বাজেটে বাড়তে চলেছে সিগারেট-বিড়ির দাম।