Mysepik Webdesk: আজ, সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। অধিবেশনের শুরুতে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামিকাল, অর্থাৎ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন অধিবেশন শুরুর আগে দেশের বিরোধী দলগুলির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আজ বাদল অধিবেশন শুরু হচ্ছে। আমি এই অধিবেশনে আপনাদের এবং সমস্ত সংসদ সদস্যকে স্বাগত জানাই। আজকের বৈশ্বিক পরিস্থিতিতে, ভারতের জন্য অনেক সুযোগ রয়েছে। এই অধিবেশন দেশের অর্থনৈতিক অগ্রগতি, টিকাদান কর্মসূচি, ভারতে তৈরি ভ্যাকসিন সম্পর্কে বিশ্বে আস্থা জাগাবে।”
আরও পড়ুন: পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টে দায়ের হল নয়া মামলা
এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন, “এই বাদল অধিবেশনে আলোচনা, পাল্টা আলোচনা এবং খোলা মনের বিতর্ক হবে। আমি মনে করি এর একটা সুদূরপ্রসারী প্রভাব থাকবে। আমি আশা করছি, সমস্ত দলের সাংসদরা খোলা মনে আলোচনা করবেন এবং দেশের অগ্রগতির জন্য সচেষ্ট হবেন।” এদিকে সংসদে এবার পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে বিরোধীরা সুর চড়াতে পারে। ইতিমধ্যেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী মোদি সরকারের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ জারি করার দাবি জানিয়েছেন। সেই বিষয়টিও সংসদে কংগ্রেস তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: সংক্রমণ নিম্নমুখী হলেও কোভিডবিধিতে ছাড় নয়, বাংলা-সহ ৪ রাজ্যকে সতর্ক করল কেন্দ্র
প্রসঙ্গত, গত বছরও বাদল অধিবেশন মাঠে মারা গিয়েছিল পেগাসাস ইস্যুতেই। এবারেও তার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। গত বাদল অধিবেশনে সংসদে বিবৃতি দিয়েছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে, এবার পরিস্থিতি আরও বিগড়ে গিয়েছে। বিরোধী দলগুলি একযোগে দাবি জানিয়েছে, এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পেগাসাস ইস্যুতে সংসদে বিবৃতি দিতে হবে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।