বছরের সেরা খেলোয়াড়ের সম্মান বজরং পুনিয়া, এলাভেনিল ভালারিভানকে

Mysepik Webdesk: বছরের সেরা খেলোয়াড় হিসাবে ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া এবং শ্যুটার এলাভেনিল ভালারিভানকে বেছে নিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন্ডিয়া। উভয় খেলোয়াড়কে এফআইসিসিআই ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ডস-২০২০’তে ‘স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। করোনা মহামারির কারণে, এবার অনুষ্ঠানটি ভার্চুয়াল ছিল। উভয় খেলোয়াড়ই নিজ নিজ ক্ষেত্রে শীর্ষ সম্মান পেলেন। পুনিয়া বর্তমানে আমেরিকাতে ট্রেনিং নিচ্ছেন।
আরও পড়ুন: এবার না ফেরার দেশে কিংবদন্তি ফুটবলার পাওলো রোসি
পুরস্কার পাওয়ার পরে পুনিয়া বলেন, “আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য আমি জুরি ও এফআইসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। ভবিষ্যতে আমার উদ্দেশ্য হবে আমার সেরাটা আবার দেওয়া এবং দেশের জন্য অনেক পদক জেতা। এই জাতীয় পুরষ্কারগুলি আমাকে ভালো করতে অনুপ্রাণিত করে।” অন্যদিকে, এলাভেনিল ভালারিভান বলেছেন, “আমি আমার পরামর্শদাতা গগন নারানং এবং আমার কোচ নেহা চৌহানকে সবসময় আমার পরিবারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএআই)-কে।”