শুরু হয়েছে টি-২০ সৈয়দ মুস্তাক আলি ট্রফি। মেঘালয়ের বিরুদ্ধে সোমবার অনায়াসে জিতল বাংলা। ৫৫ রানে মেঘালয়কে হারিয়ে দিল বাংলা। আজ, মঙ্গলবার হরিয়ানার বিরুদ্ধে নামছে বাংলা। এই ম্যাচের আগে এমন অনায়াস জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল টিম বাংলা।
এই ম্যাচে রানে ফিরলেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। তাঁর সংগ্রহ ২৯ বলে ৪৫ রান। ইনিংসটি সাজানো ছিল একটি চার ও দু’টি ছয়ের সমাহারে। দলের হয়ে সর্বোচ্চ রান করলেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের। ৩২ বলে ৬১ রানের একটি মারকাটারি ইনিংস খেলেন তিনি। ওপেনার বিবেক সিংহ করলেন ৩৯ বলে ৫৭ রান। টস হেরে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় মেঘালয়ের অধিনায়ক। শুরু থেকেই চালিয়ে খেলে ২০ ওভারে চার উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২০৭ রান তোলে বাংলা। পাহাড়প্রমাণ লক্ষ্য চেজ করতে নেমে মেঘালয় আটকে যায় মাত্র ১৫৩-৪ রানে। ঈশান পোড়েল ও অর্ণব নন্দী দু’জনেই পান দু’টি করে উইকেট।