করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে বাপ্পী লাহিড়ী

Mysepik Webdesk: দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিনোদন জগতেও সেই ছায়া পড়েছে। এবার করোনা আক্রান্ত হয়েছেন প্রবাদপ্রতিম ‘ডিস্কো কিং’ বাপ্পী লাহিড়ী। এই খবরে রীতিমতো উদ্বেগে তাঁর অনুরাগীরা। শিল্পীর করোনা আক্রান্তের খবর জানিয়েছেন তাঁর মুখপাত্র।
আরও পড়ুন: করোনা আক্রান্ত আমির খান
মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৮ বছরের এই সংগীত স্রষ্টাকে। এই মুহূর্তের খবর অনুযায়ী, বাপ্পী লাহিড়ীকে রাখা হয়েছে আইসিইউ (ICU)-তে। উল্লেখ্য যে, লস অ্যাঞ্জেলস থেকে তাঁর ছেলে বাপ্পা লাহিড়ী দেশে ফিরেছেন বাবার শরীর খারাপের কথা শুনে।