একাই কাফি এমবাপ্পে, ১-৪ গোলে পর্যুদস্ত মেসিরা

Mysepik Webdesk: একাই একশো কিলিয়ান এমবাপ্পে। গতকাল ভারতীয় সময় রাতে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। পিএসজির পক্ষে হ্যাটট্রিক করেছেন এমবাপ্পে। তাদের আক্রমণের ঝাঁঝে কার্যত দিশাহারা হয়েছে বার্সেলোনা। উল্লেখ্য যে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এমবাপ্পের পারফরম্যান্স নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত সমালোচনার জবাব এই হ্যাটট্রিক করে দিলেন এমবাপ্পে।
আরও পড়ুন: স্পিনে ধরাশায়ী ইংল্যান্ড, সিরিজে সমতা ফেরাল ভারত

তবে এ ম্যাচের শুরু দেখে একেবারেই বোঝা যায়নি যে, বাসার জন্য অপেক্ষা করে আছে এত বড় হার। ২৭ মিনিটে লিওনেল মেসির একটি স্পট কিক এগিয়ে দিয়েছিল বার্সেলোনাকে। তবে এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেননি কোম্যানের ছেলেরা। ৩২, ৬৫ এবং ৮৫ মিনিটে গোল করেন এমবাপ্পে। অন্যদিকে, পিএসজির পক্ষে ৭০ মিনিটে আরো একটি গোল করেন ইতালিয়ান ফরওয়ার্ড মইস কিন। দুই দল আগামী ২০ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে প্যারিসে। সেই ম্যাচে উরুর চোট কাটিয়ে খেলবেন নেইমার, এমনটাই আশা করা হচ্ছে।
