ঘরের মাঠে জয় হাতছাড়া বার্সেলোনার

Mysepik Webdesk: স্প্যানিশ লা লিগে সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা। এদিন এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় সেভিয়া। কর্নার মোকাবিলা করতে ব্যর্থ হলে জোরালো শটে বার্সেলোনার জালে বলা জড়ান ডি জং।
আরও পড়ুন: ঘানার ৭ কিশোর ফুটবলারের শেষকৃত্য সম্পন্ন হল
তবে তার দুই মিনিট পরেই এই মরসুমের নিজের প্রথম গোলটি করে দলকে সমতায় নিয়ে আসে ফিলিপ কৌতিনহো। এর পর দুই দলই আর গোল না করতে পারায় ১-১ গোলে ম্যাচ শেষ হয়। ফলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। আর এই পয়েন্ট ভাগাভাগি হওয়ার ফলে দুই দলই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে তিন পয়েন্ট পেছেন রয়েছে। রিয়াল মাদ্রিদ রবিবার লেভান্তেকে ২-০ গোলে পরাজিত করেছে।