বঙ্গে ভোটের আগে সরকারি কর্মচারীদের ৩ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mysepik Webdesk: আগামী বছরের জানুয়ারী মাসেই ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার নবান্নে একটি সাংবাদিক বৈঠকে একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান ডিএ দেওয়া হবে ৩ শতাংশ হারে। তিনি বলেন, “পরিস্থিতি খারাপ, কিন্তু চিঠিতে মন ভিজে গিয়েছে। আমি আবেগপ্রবণ মানুষ, ঋণের বোঝা রয়েছে, তবু এটা আপনাদের দেব।” পাশাপাশি তিনি জানান, কেন্দ্রীয় সরকারি কর্মীরা চরম অনিশ্চয়তায় রয়েছেন। তাদের পাশে দাঁড়াতে হবেও বার্তা দেন তিনি।
আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত ২০১৯ সালের ২৬ জুলাই রাজ্য সরকারকে স্যাট নির্দেশ দিয়েছিল, আগামী ছ’মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের তাদের বকেয়া ডিএ দিতে হবে। রাজ্য সরকার সেই ডিএ না দেওয়ায় সরকারি কর্মীদের সংগঠন স্যাটে আদালত অবমাননার মামলা দায়ের করে। পাল্টা রাজ্য স্যাটে রিভিউ পিটিশন দায়ের করে। আইনি লড়াইয়ের মধ্যেই কর্মীসংগঠনের চিঠি যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই চিঠির প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এ দিন বৈঠক করেন একথা জানান।