ভোটের আগেই বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসে বড় রদবদল

Mysepik Webdesk: বঙ্গে ভোট শুরু হতেই বিভিন্ন দফতরে রদবদল হতে শুরু করেছে। আর এবারে বড়সড় রদবদল হল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। যাঁরা বদলি হলেন, তাঁরা জয়েন্ট সিইও শৈবাল বর্মন, অ্যাডিশনাল সিইও অনামিকা মজুমদার ও ডেপুটি সিইও অমিজ্যোতি ভট্টাচার্য। তবে কী কারণে এই তিনজনকে উক্ত দফতর থেকে সরানো হয়েছে, তার নির্দিষ্ট কোনও কারণ দেখানো হয়নি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই তিন দুঁদে আধিকারিকের বদলির ঘটনায় অনেকেই হতবাক। যদিও কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের ২০২১-এর বাজেট উদ্দেশ্যহীন: শশী পাঁজা

উল্লেখ্য, দুই আইএএস অফিসার যোগ দেওয়ার পরে ১৩ জন আধিকারিক ছিলেন। কিন্তু অনুমোদিত পদ ছিল ১২। তিন জন চলে যাওয়ায় রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর (সিইও) অফিসে অফিসার থাকলেন ১০। ভোটের ঠিক আগেই কমিশনের এই ধরনের সিদ্ধান্তের পিছনে বড় কোনও কারণ কাজ করছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, কিছু আগেই নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। সেখানে বাংলার ১২ জন নির্বাচনী আধিকারিকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁরা কীভাবে বছরের পর বছর বাংলাতেই থেকে গেলেন, সেই বিষয়টি তুলে ধরেন তিনি। সেই ১২ জনের তালিকায় নাম ছিল এই তিন আধিকারিকেরও। সেই রহস্যই কি এর পেছনে কাজ করছে? তা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে রাজনৈতিক মহলে এই নিয়ে সরাসরিভাবে কেউ কোনও মন্তব্য করেননি। অনেকেই এই তিন আধিকারিকের বদলির পেছনে এটাই মূল কারণ বলে মনে করছেন।