বলিউড দুনিয়ায় বেশ পরিচিত পরিবার হচ্ছে কাপূর পরিবার। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি কিংবা নাচের ভিডিও পোস্ট করে প্রায়ই খবরের শিরোনামে চলে আসে এই পরিবার কেউ না কেউ। বেশ কয়েক মাস আগে যেমন জানভি কাপূরের বেলি ডান্সের ভিডিও শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার সেই তালিকায় নাম লেখালেন জানভির বোন শানায়া কাপূর।
শানায়া হলেন সঞ্জয় কাপূরের মেয়ে। সম্প্রতি শায়ানার ডান্স ট্রেইনার সঞ্জনা মুথরেজা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে শানায়াকে তাঁর সঙ্গে বেলি ডান্স করতে দেখা যাচ্ছে। তাঁরা দু’জনেই কালো পোশাক পরে ড্রামের তালে কোমর দোলাচ্ছেন। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে পুরো বিনোদন জগতে। পোস্টের কমেন্ট বক্স ভর্তি হয়ে গিয়েছে নেটিজেনদের প্রশংসায়। ভিডিও :