বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা, কতদিন থাকবে এই শীতের দাপট?

Mysepik Webdesk: গত কয়েকদিন ধরে রাজ্যে তাপমাত্রার হেরফের হলেও সেরকম শীতের অনুভূতি বঞ্ছিত ছিল রাজ্যবাসী। গত কয়েকদিন ধরেই বাংলায় শীতের সেরকম প্রভাব দেখতে পাওয়া যায়নি। কারণ হিমেল হাওয়া এ রাজ্যে ঢোকার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় এবং পশ্চিমি ঝঞ্ঝা। তবে সেই বাঁধা এবার কেটে গিয়েছে। আজ থেকে বাংলায় জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। আগামী কয়েকদিন ধরে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে ঘোরাঘুরি করবে। তবে আবহাওয়া অনুকূল থাকলে তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াসের নিচেও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: প্রস্তুতি প্রায় শেষের মুখে, কল্যাণীর এইমসএ আগামী বছরেই শুরু হবে রোগী পরিষেবা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত এরকমই শীতের দাপট থাকবে পশ্চিমবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এদিন কলকাতার তাপমাত্রা একধাক্কায় ৩ ডিগ্রী পর্যন্ত নেমে গিয়েছে। জেলাগুলির তাপমাত্রা ১০ দেগরের নিচে পামতে পারে বলে জানা গিয়েছে। আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া সাধারণত শুকনো থাকবে। ওই জেলাগুলির রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না।