এগিয়ে রয়েছেন বাইডেন, ফ্লোরিডায় জিতে রয়েছেন ট্রাম্প

Mysepik Webdesk: সমীক্ষার হিসেবে মিলে যাচ্ছে। একের পর এক জায়গায় এগিয়ে রয়েছে জো বাইডেন। ফ্লোরিডায় ইতিমধ্যেই আধিপত্য বিস্তার করেছেন ট্রাম্প। তবে মিনসোটার মতো আসন তিনি হাতছাড়া করে ফেলেছেন। এই মুহূর্তে ২১৯ টি আসনে এগিয়ে আছেন জো বাইডেন। অন্যদিকে ট্রাম্পের জেতার আভাস পাওয়া যাচ্ছে ১৭১ টি আসনে।
আরও পড়ুন: ভিয়েনা হামলার দায় স্বীকার আইএস সংগঠনের

পাশাপাশি জো বাইডেন ইতিমধ্যেই নিউ মেক্সিকো, ভারমেন্ট, কানেক্টিকাট, নিউ হ্যাম্পশায়ার, ওয়াশিংটন বা ক্যালিফোর্নিয়া দখল করে নিয়েছেন। ডেলাওয়ার থেকে তিনি জানান, “আমরা জানি সময়সাপেক্ষ ছিল কাজটা, কাজটা হয়েছে। আমরা এই ভোটে জয়ের পথেই আছি। তবে জয়ের জন্যে ভোটগণনার শেষ পর্যায় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।”
আরও পড়ুন: ভয়ানক সন্ত্রাসবাদী হামলা, ভিয়েনায় জঙ্গি-সহ মৃত ৩

এখনও পর্যন্ত বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনার হিসেব বাকি রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭০ ম্যাজিক সংখ্যায় পৌঁছাতে হবে। তবে ট্রেন্ড বলছে, এগিয়েই থাকছেন বাইডেনই।