Mysepik Webdesk: বাংলার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিন থেকেই একাধিক বিজেপি নেতা গেরুয়া শিবির হাত ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। সেই ধারা আজও অব্যহত রয়েছে। ফের বিজেপি শিবিরে বড়োসড়ো ভাঙ্গন ঘটল শনিবার। শিলিগুড়িতে বিজেপি ছেড়ে এক ঝাঁক নেতা-নেত্রী যোগ দিলেন তৃণমূলে। তাঁদের হাত ধরে প্রায় দু’হাজারেরও বেশি বিজেপি কর্মী যোগ দিলেন ঘাসফুল শিবিরে।
আরও পড়ুন: রাজ্যে আরও শিথিল হল কোভিডবিধি, দেখে নিন কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে
সদ্য তৃণমূলে যোগদান করা নেতাদের মধ্যে অন্যতম হলেন জয়দীপ নন্দী। দু’বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু, এদিন ফের তৃণমূলে প্রত্যাবর্তন করলেন। তিনি জানান, “কিছুতেই বিজেপির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছিলাম না। তাই ফের নিজের ঘরেই ফিরে এলাম।” এদিন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতা-নেত্রীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। সঙ্গে ছিলেন গৌতম দেব, রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী-সহ অন্যান্য তৃণমূল নেতারাও।
আরও পড়ুন: BREAKING NEWS: অর্ধেক যাত্রী নিয়ে চালু হতে চলেছে লোকাল ট্রেন
এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ জানান, “বিজেপি থেকে অনেকেই এখন তৃণমূলে আসতে চাইছে। তবে সবাইকে নয়, শুধুমাত্রই তাঁদেরকেই দলে নেওয়া হচ্ছে যাঁরা দল এলে দল সমৃদ্ধ হবে। সবদিক বিচার বিবেচনা করে তবেই তৃণমূলে যোগদান করানো হচ্ছে।” যদিও এই বিষয়টিকে কিছুতেই আমল দিতে নারাজ রাজ্য বিজেপি। তাঁদের দাবি, শুধুমাত্র যাঁরা সুবিধে পাওয়ার লোভে দলে এসেছিলেন, তাঁরাই এখন দল ত্যাগ করছেন।